অধ্যাপক রাশীদ মাহমুদের মৃত্যুতে উপাচার্যের শোক

এডুএইড ডেস্ক

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশীদ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ।

বৃহস্পতিবার ১লা এপ্রিল এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক রাশীদ মাহমুদ একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন । তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সদালাপী ও সজ্জন চরিত্রের অধিকারী। সদা হাস্যময় এই অধ্যাপক বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীর কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন । নৃবিজ্ঞান শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক রাশীদ মাহমুদ গবেষণার কাজে তথ্য সংগ্রহের জন্য সাতক্ষীরায় অবস্থানকালে গতকাল ৩১ মার্চ ২০২১ বুধবার সন্ধ্যায় ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৪৪ বছর। 

অধ্যাপক রাশীদ মাহমুদ ফেনী জেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছৈয়দ আহমদ চেয়ারম্যান বাড়িতে জন্ম গ্রহণ করেন এবং সেখানেই তার শৈশব কাটে। শৈশব, কৈশর তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। অবশেষে নৃবিজ্ঞানকেই ভালোবেসে মৃত্যুকাল পর্যন্ত নৃবিজ্ঞানে শিক্ষকতার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বিভাগের ওয়েবসাইট থেকে জানা গেছে, মাহমুদের গবেষণার আগ্রহের জায়গা ছিল- এথনিসিটি, ব্যক্তি পরিচয় ও প্রান্তিকতা, উন্নয়ন ও উন্নয়নবাদ, নৃবৈজ্ঞানিক তত্ত্বের ক্রিটিকাল বাঁকসমূহ। উল্লেখযোগ্য কাজ তিনি ২ টি বইয়ের সহসম্পাদনা করেছেন। একটি বইয়ের শিরোনাম Selected Issues in Social Justice and Human Rights in Bangladesh।

আরেকটি বইয়ের শিরোনাম Culture, Adaptation and Resilience: Essays on Climate Change Regime in South Asia। জনাব মাহমুদ ৬ টি বুক চ্যাপ্টার এবং ১২ টি জার্নালে গবেষণা নিবন্ধ প্রকাশ করেন।

এছাড়া সমসাময়িক বিভিন্ন বিষয়ে অনলাইন ও পত্রিকায় বহু প্রবন্ধ লিখেছেন। বেশ কিছু অনুবাদও করেছেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ আমীরুল হক পারভেজ চৌধুরী

সম্পাদকীয় কার্যালয়ঃ
এডুএইড ৪র্থ তলা ৭৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০
ইমেইল : eduaid21@gmail.com

© কপিরাইট এডুএইড ২০২৪।   ওয়েবসাইট নির্মানেঃ Contriver IT

সর্বশেষঃ