বিআইইউতে ক্লাস অনলাইনে এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিআইইউ প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (বিআইইউ) পবিত্র ঈদুল ফিতর উত্তর ঈদ পুনর্মিলনী-২০২৪ এবং চলমান তাপদাহ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ এপ্রিল২০২৪ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া।

তিনি বলেন ঈদুল ফিতর উদযাপন পরবর্তী এ পুনর্মিলনী আমাদের সম্প্রীতি ও সৌহার্দের পরিচায়ক। প্রচন্ড তাপদাহের মাঝেও আমাদের পরীক্ষা সমূহ স্ব-শরীরে চালু রাখা এবং বেশিরভাগ ক্লাসই অনলাইনে নেয়ার আহবান জানান।

এই ব্যবস্থাপনা ২ মে ২০২৪ পযন্ত চলবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আ.ন.ম রফিকুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শের মোহাম্মদ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুলতান আহমদ, আইন বিভাগের চেয়ারম্যান ড. মে: গোলাম রসুল, পরীক্ষা নিয়ন্ত্রক মাসিউদ্দিন আহমেদ আনোয়ার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) মো: মারুফ, ইসলামী স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ মাহাবুবুল আলম, ফাতেমা খাতুন হলের প্রভোস্ট নাঈমা ফারহানা খান।

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক এম আমীরুল হক পারভেজ চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন

এই বিভাগের আরও সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ আমীরুল হক পারভেজ চৌধুরী

সম্পাদকীয় কার্যালয়ঃ
এডুএইড ৪র্থ তলা ৭৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০
ইমেইল : eduaid21@gmail.com

© কপিরাইট এডুএইড ২০২৪।   ওয়েবসাইট নির্মানেঃ Contriver IT

সর্বশেষঃ