জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বিআইইউ)।
সোমবার ১৫ই আগস্ট সকালে রাজধানীর মান্ডায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আমিনুল হক ভূইয়া, ট্রেজারার কাজী আখতার হোসেন, বিআইইউ রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী,বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব শহীদুল বারিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সূর্যোদয়ের পর পরেই জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা পূর্ণ উত্তোলণ করা হয়।
অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের যেসব সদস্য নির্মমভাবে নিহত হন তাদের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন জিইডির সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান।