পাকিস্তানের প্রথম নারী আম্পায়ারের গল্প

Tareq Aziz

পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার হুমায়রা ফারাহ নারী আম্পায়ারকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ক্যারিয়ারের ১৭০টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্বপালন করেছেন।

২০০৫ সালে আম্পায়ার হওয়ার প্রাথমিক কোর্স করেন। প্রথম নারী হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্যানেল ওয়ান এবং টু কোর্সে পাস করেন। একই বছর আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার।

লাহোরে জন্ম নেওয়া এই নারী আম্পায়ার কলেজে থাকাকালীন হকি খেলার সঙ্গে জড়িয়ে পড়েন। খেলেছেন পাকিস্তান জাতীয় দলের হয়েও।
তার বড় ভাই তাকে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সায়েন্সের ভর্তি করিয়ে দেন। পড়া শেষ করে লাহোরের গ্যারিসন বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস বিভাগে কাজ শুরু করেন। ২৮ বছর বিশ্ববিদ্যালয়টিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি এই বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ডিরেক্টর হিসেবে কাজ করছেন।

হুমায়রা ফারাহ বলেন, ‘আমার নাম হুমায়রা ফারাহ। আমি পাকিস্তানের প্রথম নারী ক্রিকেট আম্পায়ার। প্রথমবারের মতো আমি এই পেশায় জড়িত হই। শুরুতে মানুষ নানা কথা বলতে থাকে। নারী হওয়ার কারণে আমাকে নিরুৎসাহিত করা হয়। আমাকে লম্বা সময়ের জন্য মাঠের দায়িত্ব পালন করতে হবে আর এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমি সফলও হই।’

হুমায়রা ফারাহ যোগ করে বলেন, ‘আমাদের সমাজ পুরুষতান্ত্রিক। এখানে নারীদের ক্রিকেট খেলাটা বেশ কঠিন বিষয়’।

তিনি বলেন, ‘আমার মা আমাকে যেমন শিক্ষা দিয়েছেন, চেষ্টা করেছি আমার ছেলেকেও তেমন করেই বড় করতে। বর্তমানে আমার ছেলে একজন ক্যামিক্যাল ইঞ্জিনিয়ার। ’
সূত্র: ডয়চে ভেলে

এডুএইড ডেস্ক

এই বিভাগের আরও সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ আমীরুল হক পারভেজ চৌধুরী

সম্পাদকীয় কার্যালয়ঃ
এডুএইড ৪র্থ তলা ৭৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০
ইমেইল : eduaid21@gmail.com

© কপিরাইট এডুএইড ২০২৪।   ওয়েবসাইট নির্মানেঃ Contriver IT

সর্বশেষঃ