বইয়ের বুড়িগঙ্গা এবং বাস্তব বুড়িগঙ্গা

Tareq Aziz

বইয়ের পাতায় কিংবা ম্যাগাজিনে যেখানেই থাকুক না কেন সবারই জানা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
এক সময় এই নদীকে কেন্দ্র করে ঢাকা শহরকে নিয়ে ভাবনার অন্ত ছিলোনা। কিন্ত বর্তমানে ঢাকাকে কেন্দ্র করে নদীকে নিয়ে ভাবতে হয়।

বিভিন্ন সময় এই নদীকে নিয়ে প্রতিবেদন ও খবরাখবর করা হলেও নজরে আসেনি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের। কিন্ত ঠিকই ব্রিজের নিচে সুন্দর করে লেখা আছে “নদী বাঁচলে বাঁচবে দেশ, নদী মাতৃক বাংলাদেশ”
কথাটার কার্যকর ব্যবস্থা দেখতে চায় জনগণ।

দক্ষিণ কেরানীগঞ্জ অঞ্চলে এই নদীকে কেদ্র করে গড়ে উঠেছে শিল্প এলাকা। যার করুণ অবস্থার শিকার এই নদী। কলকারখানার বজ্যপদার্থ ও পয়নিষ্কাশনের ময়লা। এছাড়াও নদীর পাড়ে তৈরী করা হয়েছে ময়লার ভাগাড়।
সব মিলিয়ে দূষিত ও নিষ্প্রাণ অবস্থা এই নদীর। এছাড়াও নদীর পানির যে অবস্থা, দেখলে আলকাতরাও মুচকি হাসবে আর সাথে রয়েছে দুর্গন্ধময় ফ্লেভার।

লেখকঃ তাহসিন ইসলাম

এই বিভাগের আরও সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ আমীরুল হক পারভেজ চৌধুরী

সম্পাদকীয় কার্যালয়ঃ
এডুএইড ৪র্থ তলা ৭৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০
ইমেইল : eduaid21@gmail.com

© কপিরাইট এডুএইড ২০২৪।   ওয়েবসাইট নির্মানেঃ Contriver IT

সর্বশেষঃ