বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামার-২০২২ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম (ফিমেল) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৩ আগস্ট বেলা ১১টায় রাজধানীর মান্ডায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সেমিনার হলে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আমিনুল হক ভূইয়া। নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, তোমারা জ্ঞান অর্জনের মাধ্যমে জাতির নেতৃত্বে দেয়ার জন্য নিজেদের প্রতিষ্ঠিত করো। তোমরাই জাতির ভবিষ্যত কর্ণধার। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আহবান জানান।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কাজী আখতার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আ ন ম রফিকুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আরশেদ আলী মাতুব্বর, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শের মোহাম্মদ, রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. গোলাম রসুল প্রমুখ। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, কো-অডিনেটর, শিক্ষকগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. নুসরাত সুলতানার উপস্থাপনায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের সাদিয়া সুলতানা, আইন বিভাগের সুমাইয়া আক্তার, ব্যবসা প্রাশসন বিভাগের নিশাত কাফসিন, ইংরেজি বিভাগের রাসা কবির।