বিআইইউতে সামার সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২২ অনুষ্ঠিত

এডুএইড ডেস্ক

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৪ আগস্ট ২০২২ বুধবার ওরিয়েন্টেশন প্রোগ্রাম (পুরুষ) সামার সেমিস্টার ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গ্রীন মডেল টাউনে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সেমিনার হলে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আমিনুল হক ভূইয়া নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, তোমারা জ্ঞান অর্জনের মাধ্যমে জাতির নেতৃত্বে দেয়ার জন্য নিজেদের প্রতিষ্ঠিত করো; তোমরাই জাতির ভবিষ্যত কর্ণধার। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আহবান জানান।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কাজী আখতার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আ ন ম রফিকুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আরশেদ আলী মাতুব্বর, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শের মোহাম্মদ, জেনারেল এডুকেশনের অধ্যাপক কবি আব্দুল হাই সিকদার, রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, ডিরেক্টর প্লানিং শহিদুল বারী, আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. গোলাম রসুল প্রমুখ। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, কো-অর্ডিনেটর, শিক্ষকগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানের উপস্থাপনায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ মুজাহিদুল ইসলাম, শেখ ইসমাইল, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান শাওন। উল্লেখ ২৩ আগস্ট ২০২২ মঙলবার ওরিয়েন্টেশন প্রোগ্রাম (ফিমেল) সামার সেমিস্টার ২০২২ অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ আমীরুল হক পারভেজ চৌধুরী

সম্পাদকীয় কার্যালয়ঃ
এডুএইড ৪র্থ তলা ৭৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০
ইমেইল : eduaid21@gmail.com

© কপিরাইট এডুএইড ২০২৪।   ওয়েবসাইট নির্মানেঃ Contriver IT

সর্বশেষঃ