বিবাহযোগ্য এতিম,গরিব ও দুস্থ পাত্র-পাত্রী খুঁজছে ভোলা সমিতি

এডুএইড ডেস্ক

ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের আওতায় শুভ বিবাহ অনুষ্ঠান ২০২২ এর পাত্র-পাত্রী  সংগ্রহেরর জন্য ভোলা সমিতি ঢাকা কর্তৃক ভোলার জেলার বিবাহযোগ্য এতিম , গরিব দুস্থ ছেলে মেয়েদের বিবাহের লক্ষ্যে বিবাহ সহায়তা প্রকল্প গঠন করেছে।

রোববার ১৬ই জানুয়ারী ভোলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মো:সহিদুল হক মুকুল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাত্রী ভোলা জেলার বাধ্যতামূলক ক্ষেত্রবিশেষে পাত্র অন্য জেলার হতে পারে।(৬৪ জেলাহতে পাত্র-পাত্রী সংগ্রহ করা যাবে)  সকল এতিমখানা/ শিশু সদন হতে পাত্র-পাত্রী সংগ্রহে অগ্রাধিকার প্রদান করা হবে।

পাত্র পাত্রীর তথ্য সংগ্রহের সর্বশেষ তারিখ: ৩০ মে ২০২২। পাত্র-পাত্রী তথ্যাদি নিম্নবর্ণিত কর্মকর্তাদের নিকট প্রদান করতে বলা হয়েছে।

ভোলা সদর উপজেলা :

১। এম ইউ গোলাম রসুল বেলাল ০১৭১২২৬১৪২৬

২। এস এম মনিরুজ্জামান লিটন ০১৭১১৬২৪৮৭১

৩। সরোয়ার আলম মমতাজ

০১৯৭২৪৫৮১৭২২

দৌলতখান উপজেলা :

১। মোঃ আবুল কালাম

০১৮১৯২২৮০৭৬

২। মোঃ ফরিদ উদ্দিন

০১৭১১৯৫২৭২২

৩। আব্দুর রহমান নিরব

০১৭১৫০৬৩৫৬১

বোরহানউদ্দিন উপজেলা :

১। মো: মিজানুর রহমান

০১৭১১ ১৯২৩৭৪

২। মো:আমিরুল হক পারভেজ চৌধুরী

০১৭১২০৬০৪৭০

তজুমদ্দিন উপজেলা :

১। ডা:আ,ফ,ম আখতার হোসেন

০১৬৭২৬৬৭৯১৯

২। ইঞ্জি: হেলাল উদ্দিন তালুকদার ০১৭১২৫৮৪৩৮৯

লালমোহন উপজেলা :

১। অধ্যাপক মোহাম্মদ হাসান

০১৭১১৯০৫৩৭৫

২।জনাব এমদাদুল হাসান রাফেজ

০১৭৭১৩৩৮৮৭৭

৩ । হাজী মো: আবুল বাশার চৌধুরী

০১৯১১৫৩৮২৫১

চরফ্যাশন উপজেলা :

১।জনাব মোঃ আনোয়ার হোসেন

০১৯৪৬৬৬৬০০০

৩। মো:জিয়াউর রহমান

০১৭১৬২২৬৮০৬

মনপুরা উপজেলা :

১। মো:ফিরোজ উদ্দিন হাওলাদার

০১৭১৩০৪৩২৫৯

১। মোঃ লোকমান হোসেন

০১৭১৮৪১৫৪০৩

ঢাকা মহানগরী:

১। আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিন

মোহাম্মদপুর অঞ্চল

০১৭১৭৩১০৬০০

২। মোঃ সাখাওয়াত হোসেন হাওলাদার

উত্তরা অঞ্চল

০১৭১৩৪৫১৯৯২

৩।জনাব মোঃ আবুল খায়ের

যাত্রাবাড়ী  অঞ্চল

০১৭১১৯৪৭৭৮৪

৪।জনাব  কে এম বাহাউদ্দিন

মিরপুর অঞ্চল

০১৭১১৬১৯১৪২

৫।জনাব মোঃ গোলাম রহমান তুহিন

মতিঝিল অঞ্চল

০১৯৭৪৪৫৪৪৪৪

বিস্তারিত তথ্যের জন্য  বিবাহ প্রকল্পের আহবায়ক আলহাজ্ব এম ইউ গোলাম রসূল বেলাল মোবাইল :০১৭১২২৬১৪২৬ও সদস্য সচিব জনাব এস এম মনিরুজ্জামান লিটন মোবাইল :০১৭১১৬২৪৮৭১ এ যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, ভোলা সমিতি ২০১৯ সালে ১২জোড়া, ২০২০ সালে ১৭ জোড়া এবং ২০২১ সালের ১৫জোড়া দম্পতির বর্ণাঢ্য  বিবাহ অনুষ্ঠান ১০ ডিসেম্বর ২০২১ সম্পন্ন করেছে।

এই বিভাগের আরও সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ আমীরুল হক পারভেজ চৌধুরী

সম্পাদকীয় কার্যালয়ঃ
এডুএইড ৪র্থ তলা ৭৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০
ইমেইল : eduaid21@gmail.com

© কপিরাইট এডুএইড ২০২৪।   ওয়েবসাইট নির্মানেঃ Contriver IT

সর্বশেষঃ