বেলা ফুরাবার আগে

Tareq Aziz

ওগো দয়াময়, মহা প্রেমময়, গাফুর ও গাফফার!
অসীম ক্ষমা ছাড়া কিছু হায়, চাওয়ার নেই যে আর।
শুধু গাফিলতি, খেয়ালের ভুলে পাপ যে করেছি কত!
হৃদয় যে আজ চায় প্রতিক্ষণে করুণা অবিরত।

মেঘমল্লারে-অঝোর বারিতে ভিজাও হৃদয়খানি,
আছে যত পাপ, ধুয়ে মুছে যাক, স্বচ্ছতা দাও আনি।
তোমার অপার করুণা ছাড়া মুক্তি মিলবে না যে!
বড় উচাটন হৃদয় যে তাই, তোমারই স্মরণ যাঁচে।

অগণিত গোলাম দিয়ে যে তোমার এই ধরণী ভরা,
কিন্তু আমার নেই কোনো প্রভু, একমাত্র তুমি ছাড়া।
থাকো যদি তুমি মুখ ফিরিয়ে ক্রোধান্বিত হয়ে কভু,
জীবন আমার হবে ছারখার, হাল ছাড়বো না তবু।

কারণ জানি, পর্বত সমান গুনাহ নিয়ে যদি দাঁড়াই,
আকাশ সমান দয়া নিয়ে তুমি ডাকে দেবে যে সাড়াই।
সারাটি জীবন আলোক ভেবে ছুটেছি আলেয়ার পিছু,
জ‍্যোতি তোমার প্রেমালোক জুড়ে স্মরণে আসেনি কিছু।

অনুশোচনায় দগ্ধ হৃদয়ে তব প্রেমখানি লয়ে,
প্রত‍্যাবর্তন করতে এসেছি সিজদাবনত হয়ে।
আকণ্ঠ পাপে নিমজ্জিত হয়ে বান্দা তোমায় ডাকে,
ক্ষমা করে মোরে কাছে টেনে নিও বেলা ফুরাবার আগে।

লেখকঃ তামান্না ইসলাম সাফা

এই বিভাগের আরও সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ আমীরুল হক পারভেজ চৌধুরী

সম্পাদকীয় কার্যালয়ঃ
এডুএইড ৪র্থ তলা ৭৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০
ইমেইল : eduaid21@gmail.com

© কপিরাইট এডুএইড ২০২৪।   ওয়েবসাইট নির্মানেঃ Contriver IT

সর্বশেষঃ