সুবিধা বঞ্ছিতদের মুখে ঈদের হাসি ফুটালো “চলো হাসি ছড়াই”

এডুএইড ডেস্ক

বিশেষ প্রতিবেদনঃ ঈদ আনন্দ ভাগাভাগি করতে সমাজের অসহায় সুবিধাবঞ্ছিত শিশুদের মাঝে ঈদের উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করলো “চলো হাসি ছড়াই” ।

আজ ১২/০৫/২১। রংপুরের গংগাচড়া উপজেলা পরিষদ মাঠে সকাল ১১ ঘটিকায় ১২১ টি সুবিধাবঞ্চিত শিশুর মাঝে টি-শার্ট ও জামা বিতরণ করে “চলো হাসি ছড়াই”। উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন “চলো হাসি ছড়াই” এর প্রতিষ্ঠাতা জনাব মোঃ গোলাম সারোয়ার উৎসব, উপদেষ্টা পরিষদ সদস্য জনাব এস এম কামরুজ্জামান বাদশা, জনাব রেজাউল করিম সুরুজ, সংগঠনের সংগঠনের সিনিয়র সদস্য আসিফ মো: জাকিউল আমিন সহ সকল সদস্যবৃন্দ।


নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত রানা,সৌরভ,লিখন বলেন- করোনার কারণে আমাদের বাবা-মা দের কাজ নেই বাড়িতে বসে আছে তাই ঈদের নতুন পোশাক কিনে দিতে পারেনি। “চলো হাসি ছাড়াই” থেকে নতুন জামা পেয়ে আমরা খুব খুশি। আমরা সবাই নতুন জামা পড়ে ঈদের মাঠে ঘুরতে যাব।


“চলো হাসি ছড়াই” সভাপতি আদনান সামী ও সাধারণ সম্পাদক মোঃ বদরুল হাসান বলেন, সমাজের অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্যে আমরা ঈদের নতুন পোশাক বিতরণ করলাম। তারা নতুন পোশাক পেয়ে অনেক আনন্দিত তাদের সেই খুশি আমাদের অনুপ্রেরণার মূল উৎস। আমরা আগামীকাল লুঙ্গী শাড়ি ও কিছু খাদ্যদ্রব্য বিতরন করব ইনশাল্লাহ ।
তারা সমাজের বিত্তবান লোকদের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এগিয়ে আসার অনুরোধ জানান এবং তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

এই বিভাগের আরও সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ আমীরুল হক পারভেজ চৌধুরী

সম্পাদকীয় কার্যালয়ঃ
এডুএইড ৪র্থ তলা ৭৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০
ইমেইল : eduaid21@gmail.com

© কপিরাইট এডুএইড ২০২৪।   ওয়েবসাইট নির্মানেঃ Contriver IT

সর্বশেষঃ