বাংলাদেশ স্কাউটের জাতীয় উপ-কমিশনার ‘গার্ল ইন স্কাউটিং’ হয়েছেন ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামিম আরা বেগম ৷
বুধবার (২০ এপ্রিল) বাংলাদেশ স্কাউটস-এর প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গঠন ও নিয়ম’এর ২৪৩ (ঙ) ধারা অনুসারে নিয়োগপ্রাপ্ত জাতীয় উপ-কমিশনারগণ বাংলাদেশ স্কাউটস-এর জাতীয়, অঞ্চল, জেলা (মেট্রোপলিটনসহ) বা উপজেলা/থানা পর্যায়ে সনদ/সম্মানীয় দায়িত্বপত্র দ্বারা অথবা সুপারিশকৃত বা নির্বাচিত পদে দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকলে আগামী ২০ মে ২০২১ তারিখের মধ্যে অন্য সকল পদ (পদাধিকার পদ ব্যতিত) থেকে পদত্যাগ করতে অনুরোধ করা হয় ৷ নির্ধারিত সময়ের মধ্যে অন্যান্য পদ থেকে পদত্যাগ না করলে সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষেত্রে জাতীয় উপ-কমিশনার হিসেবে এই নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে বলেও উল্লেখ করা হয় ৷
জাতীয় উপ কমিশনার ‘গার্ল ইন স্কাউটিং’ নির্বাচিত হয়ে অভিব্যক্তিতে অধ্যাপক শামিম আরা বেগম বলেন, ঢাকা কলেজ রোভার স্কাউটে অবদান ও সাফল্যের ধারাবাহিকতায় এই সম্মান পেয়েছি৷ আমি আনন্দিত৷ দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী ৷ নারীরা যদি সবক্ষেত্রে এগিয়ে আসে দেশ অনেক এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীরা যাতে স্কাউটিংয়ে এগিয়ে আসে এবং দক্ষ, সুনাগরিক, ও নেতৃত্বের গুণাবলী অর্জন করতে পারে সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাবো।
উল্লেখ্য, অধ্যাপক শামিম আরা ১৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা ৷ এর আগে তিনি ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন ৷ শিক্ষা জীবন থেকেই তিনি স্কাউটের সাথে যুক্ত৷ ‘সুইডিস ন্যাশনাল জাম্বুরী-২০১৭’, বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত ‘ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ ক্যাম্প-২০১৭’ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘২৪ তম ওয়ার্ল্ড জাম্বুরী-২০১৯’ তে অংশগ্রহণ করেন তিনি৷
এছাড়াও ২০১৭ সালে বাংলাদেশ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কাউট দলের ভারত সফরের নেতৃত্বও দেন এই অধ্যাপক৷