গরীবের ছন্দছাড়া কাব্য

Tareq Aziz

কারো তো সময় যায়,
দিন আনে দিন খায়,
কারো পাত ফুরিয়ে যায়,
সকাল বিকাল শুধু ভাবায়,
বেলা কাটবে কেমনে হায়।

কেউ ব্যস্ত ভুড়িভোজে
ইউটিউবে রান্না খোঁজে।
রাঁধতে জানেনা, কি তাতে?
রেস্টুরেন্ট তো বাড়ির সাথে।
বাসার খাবার গেছে পঁচে
রোজ রোজ কি মুখে রুচে?

আংশিক খায়, টাটকা হলে,
বাকিটা যায় ডাস্টবিনে চলে
রেস্টুরেন্টের বাসি খাবার
যেন লাগে মজার আহার।
দিন শেষে হিসেব কোষে,
নষ্ট করে নিজের দোষে।

অন্যদিকে, কত পরিবারে
দিন কাটছে অনাহারে।
আমাদের চিন্তা মাছ, মাংস
ডিম দুধ আর কষা-হংস।
অন্য দিকে তাদের চিন্তা
কাটবে কেমনে রাত-দিনটা?

মুখের লজ্জায়, চোখের লজ্জায়
ঢাকা তাদের দুখ।
ভুড়িভোজের মানুষ আমরা
খুঁজি নিজের সুখ।

লেখকঃ তাসলিমা ইসলাম সানা

এই বিভাগের আরও সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ আমীরুল হক পারভেজ চৌধুরী

সম্পাদকীয় কার্যালয়ঃ
এডুএইড ৪র্থ তলা ৭৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০
ইমেইল : eduaid21@gmail.com

© কপিরাইট এডুএইড ২০২৪।   ওয়েবসাইট নির্মানেঃ Contriver IT

সর্বশেষঃ