ঠোঁটের উপরের তিল

Tareq Aziz

কলংক না থাকলে যেমন চাঁদ সুন্দর হতো না,
ঢেউ না থাকলে যেমন সাগর উচ্ছলতা পেতো না,
মিষ্টি না থাকলে মধু যেমন কেউ খেতো না,
তেমন তা ছাড়া তোমার সৌন্দর্য পাওয়া যেতো না।

তা হল তোমার ঠোঁটের উপরের তিল,
ছোট্ট একটি বিন্দু হয়েও কাঁপিয়ে দেয় দিল।
জাগতিক কোন বস্তুর সাথে হয় কি এর মিল?
না, কারণ এটিই তোমার ক্ষুদ্রতম সৌন্দর্য,
তোমার সৌন্দর্য প্রকাশেই ধার্য।

একটি তিলে তোমায় কেন এত সুন্দর লাগে?
তাই চোখ যায় না চাঁদ, ঝর্ণা, মনোরম ফুল বাগে।
মন ছুটে না বৃষ্টি, শিশির, জলরংয়ের তাকে,
ভাবনা শুধু তোমার তিলটাকেই ছুঁতে থাকে।

তোমার তিলের কাছে হার মানে সব বিন্দুর সৌন্দর্য,
ছোট্ট একটি বিন্দুতে আল্লাহ্ দিলেন কত ঐশ্বর্য।
কত সৌভাগ্যবান তুমি যে এই ঐশ্বর্যের অধিকারী,
চাঁদের থেকেও তোমার তিলের মূল্য গেছে ছাড়ি।
ক্ষুদ্র মূল্যবান প্রেম-সৌন্দর্যে যদি হয় মিল,
মিলনস্থল হবে তোমার ঠোঁটের উপরের তিল।

লেখকঃ তাসনিম ইসলাম সুহা

এই বিভাগের আরও সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ আমীরুল হক পারভেজ চৌধুরী

সম্পাদকীয় কার্যালয়ঃ
এডুএইড ৪র্থ তলা ৭৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০
ইমেইল : eduaid21@gmail.com

© কপিরাইট এডুএইড ২০২৪।   ওয়েবসাইট নির্মানেঃ Contriver IT

সর্বশেষঃ