বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (বিআইইউ) পবিত্র ঈদুল ফিতর উত্তর ঈদ পুনর্মিলনী-২০২৪ এবং চলমান তাপদাহ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল২০২৪ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া।
তিনি বলেন ঈদুল ফিতর উদযাপন পরবর্তী এ পুনর্মিলনী আমাদের সম্প্রীতি ও সৌহার্দের পরিচায়ক। প্রচন্ড তাপদাহের মাঝেও আমাদের পরীক্ষা সমূহ স্ব-শরীরে চালু রাখা এবং বেশিরভাগ ক্লাসই অনলাইনে নেয়ার আহবান জানান।
এই ব্যবস্থাপনা ২ মে ২০২৪ পযন্ত চলবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আ.ন.ম রফিকুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শের মোহাম্মদ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুলতান আহমদ, আইন বিভাগের চেয়ারম্যান ড. মে: গোলাম রসুল, পরীক্ষা নিয়ন্ত্রক মাসিউদ্দিন আহমেদ আনোয়ার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) মো: মারুফ, ইসলামী স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ মাহাবুবুল আলম, ফাতেমা খাতুন হলের প্রভোস্ট নাঈমা ফারহানা খান।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক এম আমীরুল হক পারভেজ চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন