বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (বিআইইউ) চলমান তীব্র তাপদাহের কারণে মহান আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৬ এপ্রিল বিকেলে বাংলাদেশ ইসলমী বিশ্ববিদ্যালয়ের মাঠে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আমিনুল হক ভূইয়া, রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের ব্যক্তিবর্গ এই নামাজে শরীক হন। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইসলামিক স্টাডিজের চেয়ারম্যান প্রফেসর ড. আ.ন.ম রফিকুর রহমান ইস্তিসকার নামাজ ও দোয়া পরিচালনা করেন।
মহান আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি এবং দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া করা হয়।