জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ই আগস্টে সকল শহীদদের স্মরণে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সোমবার ১৫ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়৷
ভারপ্রাপ্ত উপাচার্য শামসুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।
বিশেষ অতিথি হিসেবে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ এর চেয়ারম্যান ড. আহসানুল কবীর, সিআরআই কনফিউসাস ক্লাস রুমের পরিচালক প্রফেসর মহিউদ্দিন তাহের, ইউনিভার্সিটি আইকিউসির পরিচালক প্রফেসর ইয়াসমিন আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।