মে ১, ২০২১
জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বিগতবছরের নিয়মেই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে পজেটিভ মত দিয়েছেন ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা।
শনিবার (০১ মে) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির জরুরি সভায় এই বিষয়ে চার ঘন্টা আলোচনা হয়। পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়েই মিটিং শেষ হয়।
এই বিষয়ে ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির একাধিক সদস্য জানান, ‘সম্প্রতি ভর্তি পরীক্ষার যে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা মানবিক কারণে স্থগিত করা হয়েছে। এই বছরও বিগতবছরের পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা আয়োজন করার বিষয়ে সকল সদস্য পজেটিভ মত দিয়েছেন।’
নাম প্রকাশ না করা শর্তে ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির এক সদস্য বলেন, ‘যদি ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেয়, তাহলে বর্তমান শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া শেষে আগের নিয়মে ভর্তি পরীক্ষা নিতে কোন সমস্যা নেই। তবে করোনার যে অবস্থা তাতে সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে কি করা হবে।’
‘মূলত গত মিটিংয়ের আলোচনা ছিল শর্টকাট কোন পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটা নেয়া যায় কিনা। কিন্তু আজকের মিটিংয়ে আলোচনা হয়েছে পূর্বের পদ্ধতিতে পরীক্ষা নিলে কি সুবিধা-অসুবিধা হবে সে বিষয়ে। ফাইনাল সিদ্ধান্তটা পরবর্তী মিটিং থেকে জানানো হবে।
‘পরবর্তী শিক্ষাবর্ষ থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত জাবিতেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না রাখার বিষয়য়েও সদস্যরা মতামত দিয়েছেন।’
এই সিদ্ধান্তের পর নিন্দার ঝড় ওঠে সর্বমহলে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো করোনার এই সময় আবেদন ফি বৃদ্ধি ও সিলেকশন পদ্ধতি বাতিলের দাবি জানান। পাশাপাশি তারা আন্দোলনের ডাক দেন। এছাড়া ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীরাও ফেসবুকে বিভিন্ন গ্রুপে খুলে এর বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং আন্দোলনে নামার ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে জরুরী বৈঠকে বসে সিদ্ধান্ত স্থগিত করলো জাবি প্রশাসন।
এডু এইড / নিউজ/ পল্লব