কবি মোঃ রায়হান সিরাজী।
আমার মা
সেরা মা
বলতে পারো কেন?
রাত গভীরে
থাকতো জেগে
কষ্ট নাপাই যেন।
শীতের রাতে
যেত ভিজে
কাঁথা,জামা,চাদর,
তবু্ও মা
রাগ হতোনা
ভরিয়ে দিতো আদর।
কান্না কাটি
চেঁচা মেচি
আরও কতো জ্বালা,
সব নিরবে
সইতো যে সে,
মুখ করেনি কালা।
সকাল সাঁঝে
সকল কাজে
রাখতো খেয়াল বেশ,
মায়ের কথা
মায়ের ব্যাথা
বলে হয় কি শেষ?
তাইতো বলি
প্রান খুলি
সবার সেরা মা,
মায়ের সাথে
দিনে রাতে
রাগ করো না।