সব ফকিরের বড় ফকির
মেয়ের শ্বশুরবাড়ি,
ঈদে লাগবে সেমাই চিনি
রমজানে ইফতারি।
শীতকালে পিঠা দিতে হয়
গ্রীষ্মকালে ফল,
কোরবান ঈদে লাগে গরু
অথবা ছাগল।
ঈদে লাগে নতুন জামা
আকিকাতে খাসি,
সন্তান হলে লাগে আংটি
চাহিদাটা বেশি।
খৎনা করালেও লাগে আংটি
জামাকাপড়ও লাগে,
কান ফুরালে কানের দুল
পাওয়ার ইচ্ছা জাগে।
জামাইয়ের ব্যবসায় পুঁজি লাগে
লাগে আসবাব,
মেয়েটাতো আমরাই মেয়ে
আমারই হবে লাভ।
মেয়ের জন্য স্বর্ণ-গহনা
মহরমে ভাত তরকারি,
বিয়ে কেন করলে তুমি
সব যদি আমি করি?
বিয়েটা নয় ছেলেখেলা
মেয়েটা নয় পণ্য,
দ্বায়িত্বটা হয় না শেষ
দিলে দু’মুঠো অন্ন।
ভোগের জন্য যদি তুমি
বিয়ে করতে চাও,
পতিতালয়ের দরজা খোলা
সেখানেতে যাও।
ঘরের মাঝে সুখ শান্তি
সত্যি যদি চাও,
নিজের মেয়ে পরের মেয়ে
এসব ভুলে যাও।
পরের মেয়ে হঠাৎ এসে
মা বাবা বলে মানে,
মেয়ে বলে মানতে তাকে
সমস্যা কোনখানে?
একটিবারের জন্য তোমরা
করে দেখ কল্পনা,
পিতামাতার সম্মান দিচ্ছে
মর্যাদা তো অল্প না।
সত্যিকারে চাও যদি
সমাজের পরিবর্তন,
সবার আগে দৃঢ় করো
বউ-শ্বাশুড়ীর বন্ধন।
চিন্তা চেতনা না পাল্টালে
পাল্টাও তবে বংশ,
ফিতরা থেকে তোমাদেরও
দেব কিছু অংশ।
সবকিছুর পাশাপাশি
ফিতরাও যদি পাও,
তোমাদেরই লাভ হবে
সেটা বুঝে নাও।
সবশেষে ছোট্ট করে
একটু বলে যাই,
ফকিরেরও শোকর আছে
তোমাদের তা নাই।
দশটাকাতে ফকির খুশি
গায় আনন্দে গান,
তোমাদের জন্য কম হবে
যদিও দিয়ে দি প্রাণ।
লেখকঃ মোঃ মিনহাজ উদ্দিন