বৃষ্টির কাছে কামনা

Tareq Aziz

উড়িয়ে নাও আমার চুলগুলো তোমার মিষ্টি নিঃশ্বাসে,
জড়িয়ে নাও ভালোবাসায়
ভিজিয়ে নাও বিশ্বাসে।

ভিজব তোমার সাথে আজ
নুপুর আলতা ছাড়া পায়,
জানি মেঘের শুভ্রতা জড়িয়ে
আমায় ভাসিয়ে নেবে মনের নায়।

তোমার পরশে উঠবে হেসে
প্রকৃতি-ধরণী প্রতি ক্ষণে,
তোমার স্পর্শে ফুটবে হাসি
আমার আলতো ঠোঁটের কোণে,
অসীম শিহরণ জাগবে আমার দেহ ও মনে।

তোমার ছোঁয়া পড়লে চোখে, বাড়ে চোখের জ‍্যোতি,
তাই তোমায় মন দিয়ে আমি করিনি কোনো ক্ষতি।
হতে পারো সবার প্রিয় ও আল্লাহর সেরা সৃষ্টি,
কিন্তু তুমি আমার প্রেম-সাধনা,
উত্তাল হৃদয়ের কামনা,
তুমি হলে বৃষ্টি।

লেখকঃ তাসনিম ইসলাম সুহা

এই বিভাগের আরও সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ আমীরুল হক পারভেজ চৌধুরী

সম্পাদকীয় কার্যালয়ঃ
এডুএইড ৪র্থ তলা ৭৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০
ইমেইল : eduaid21@gmail.com

© কপিরাইট এডুএইড ২০২৪।   ওয়েবসাইট নির্মানেঃ Contriver IT

সর্বশেষঃ