বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক হতে চায় বাংলাদেশ

Tareq Aziz

২০২৭ সালের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক হতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হয়তো আগামী বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে আলোচনা হতে পারে। এমন গুঞ্জনই দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে।

গতকাল সন্ধ্যায় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, বিশ্বকাপ আয়োজনের আগ্রহ যে কোনো দেশেরই থাকতে পারে। অনেকে হয়তো বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসির কাছে আবেদনও করবে। তবে এখনও কোনো কিছু নিশ্চিত নয়।

এক প্রশ্নের জবাবে সুজন বলেন, আমরা আবেদন করব কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে আইসিসি কোনো দেশকে বিশ্বকাপ আয়োজনের অনুমতি না দেওয়ার আগে কোনো কিছু বলা মুশকিল।

২০১১ সালের বিশ্বকাপে ভারত ও শ্রীলংকার সঙ্গে আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজক ছিল বিসিবি। এবার মূল বিশ্বকাপের একক আয়োজক হতে চায় দেশের ক্রিকেট বোর্ড।

সম্প্রতি আইসিসি ভবিষ্যত পরিকল্পনা প্রকাশ করার পর বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা রয়েছে বাংলাদেশের।

এডুএইড ডেস্ক

এই বিভাগের আরও সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ আমীরুল হক পারভেজ চৌধুরী

সম্পাদকীয় কার্যালয়ঃ
এডুএইড ৪র্থ তলা ৭৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০
ইমেইল : eduaid21@gmail.com

© কপিরাইট এডুএইড ২০২৪।   ওয়েবসাইট নির্মানেঃ Contriver IT

সর্বশেষঃ