ইসির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় সুজন

Tareq Aziz

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে উল্লেখ করে তদন্তের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

ইসির অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির কাছে দেয়া দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিকের চিঠির প্রতি সমর্থন জানাতে আজ সকালে ভার্চুয়ালি আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ দাবি জানান সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।

সুজন সম্পাদক বলেন, ‘নির্বাচন কমিশন অতীতেও নির্বাচন নিয়ে কারসাজি করেছে। এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে। এই বিষয়ে অন্তত একটা তদন্ত হওয়া দরকার। এজন্য আমরা রাষ্ট্রপতির কাছে দুটি চিঠি লিখেছিলাম ৪২ জন নাগরিকের পক্ষ থেকে। ইস্যুটা শুধু সামনে আনলেই চলবে না, আমাদের নাগরিকদের সোচ্চার হওয়া দরকার।’

সুজনের ওয়েবসাইটে ঢুকে যেকোনো নাগরিক তাদের এই দাবির প্রতি সমর্থন জানাতে পারবেন বলে জানান তিনি।

গত বছরের ১৪ ডিসেম্বর এবং এ বছরের ১৭ জানুয়ারি নির্বাচন কমিশনের অনিয়মের কথা তুলে ধরে তা তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছিলেন দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক।

এডুএইড ডেস্ক

এই বিভাগের আরও সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ আমীরুল হক পারভেজ চৌধুরী

সম্পাদকীয় কার্যালয়ঃ
এডুএইড ৪র্থ তলা ৭৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০
ইমেইল : eduaid21@gmail.com

© কপিরাইট এডুএইড ২০২৪।   ওয়েবসাইট নির্মানেঃ Contriver IT

সর্বশেষঃ