শিপন মীর, বিআইইউ থেকেঃ
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বিআইইউ) এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার ২৮ জুন সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লটকন চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সাইয়্যেদ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া একটি চালতা চারা রোপন করে বলেন, পরিবেশের উন্নয়নে বৃক্ষরোপনের বিকল্প নেই। স্কুল-কলেজ, অফিস-আদালতের সীমানা চত্বরে আমরা যদি ব্যাপকভাবে বৃক্ষ লাগাতে পারি তাহলে পরিবেশটা যেমন রক্ষা হবে তেমনি ফল-ফলাদিও গ্রহণ করা সম্ভব হবে।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সাইয়্যেদ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী সামাজিক বনায়নে ও সাদাকায়ে জারিয়া হিসেবে বৃক্ষ রোপনে গুরুত্বারোপ করেন। এ কর্মসূচীর আওতায় শতাদিক ফলজ ও বনজ চারা রোপন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী , বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আরশাদ আলী মাতাব্বর, জিইডির সহযোগী অধ্যাপক ড. মো: মিজানুর রহমান প্রমুখ।