বিআইইউতে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত

বিআইইউ প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (বিআইইউ) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

বুধবার ২৭ মার্চ বিকেলে রাজধানী ঢাকার গ্রীন মডেল টাউনে স্থায়ী ক্যাম্পাসে দিবসটি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া।

তিনি তার বক্তব্যে মহান স্বাধীনতার বিভিন্ন অর্জন তুলে ধরে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের অবদানের গুরুত্ব আরোপ করেন।

তিনি ইসরায়েল ও ফিলিস্তিন দুইটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠারও আহবান জানান।

রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আ.ন.ম রফিকুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শের মোহাম্মদ, আইন বিভাগের চেয়ারম্যান ড. গোলাম রসুল। এসময়ে মুগদা থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর কায়সার আহমেদ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর মানসুরুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক এম আমীরুল হক পারভেজ চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন

এই বিভাগের আরও সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ আমীরুল হক পারভেজ চৌধুরী

সম্পাদকীয় কার্যালয়ঃ
এডুএইড ৪র্থ তলা ৭৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০
ইমেইল : eduaid21@gmail.com

© কপিরাইট এডুএইড ২০২৪।   ওয়েবসাইট নির্মানেঃ Contriver IT

সর্বশেষঃ