সন্ধ্যা নামবে, ফুটবে সন্ধ্যা মালতী
দিবসের কাজগুলো নিবে নতুন মোড়
তবুও কাজ শেষ হবে না।
রাত বাড়বে, অন্ধকারে ছেয়ে যাবে ভূবন
তবুও কাজ শেষ হবার নয়,
এ তো শুধু কাজের ইস্তফা!
আঞ্জাম যে এখনো অনেক বাকি।
সময় বাড়বে, বয়স বাড়বে, এসে থামবে জীবনের শেষ কোঠায়,
তবুও যে কাজ অনেক বাকি!
একসময়- সময় থাকবে, পৃথিবী থাকবে,
কাজও থাকবে, তখনও তা বাকি পড়ে রবে, শেষ হবে না।
কারণ,
আমিই তো নেই,
কিভাবে হবে আমার কর্মের পরিসমাপ্তি?
মন চাইবে আবার আসি ফিরে এ ভূবনে
পরতে পরতে কাজে লাগাবো প্রতিটি সময়কে,
অবশ্যই সফল হবো, আলবাত সফল হবো।
তবে দুনিয়ার প্রেমে নয়
রবের প্রেমে অন্ধ কোন কন্যা হবো।
সে সুযোগ আর থাকবে না তখন,
দুনিয়া ছেড়ে যাব যখন।
কাজ রয়ে যাবে অনেক বাকি।
লেখকঃ তাসলিমা ইসলাম সানা