চলে যায় প্রিয়জন আর তো ফিরে না,
রেখে যায় স্মৃতিগুলো মন তো ভুলে না।
সময়ে ঘোরে পড়ে কতজন গেলো চলে,
দেখা হয় নিত্যনতুন! হয়না তাদের সাথে।
জানি আর হবেনা তবু মন মানে না,
স্মৃতিগুলো খুঁজে ফিরে এই যেন আশেপাশে,
গল্প বা আড্ডাতে নয়তো জায়নামাজে,
মায়েরই আঁচল জুড়ে স্নিগ্ধ নয়ন ভরে,
বাঁধ ভাঙা কান্না যে আর থামে না।
ক্ষণিকের মায়ায় পড়ে থেকো না ডুব দিয়ে,
সন্ধ্যা নামবে যেদিন পাবেনা কূল সেদিন,
নিতে হবে নতুন পথে যাত্রা,
এ যেন শেষ বিদায়ের বার্তা।
লেখকঃ তাহছিন আহমেদ