“নতুন আধুনিক থিয়েটার হল ও জিয়া হায়দার স্টুডিও সংস্কারের আশ্বাস”- চবি উপাচার্যের

Abdul Monyem

আদনান সামী।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি নাট্যকলা বিভাগের পরীক্ষা প্রযোজনা কক্ষ “জিয়া হায়দার স্টুডিও”-তে এম এ চূড়ান্ত বর্ষ পরীক্ষা প্রযোজনামূলক নাটক চলাকালীন দুই শিক্ষার্থীর বিদ্যুতায়িত হওয়ার ঘটনা ঘটে। এতে বিক্ষোভে ফেটে পরে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা।
তারা জানায়- “এ ঘটনা শুধু এটাই প্রথম নয়, গত মার্চ মাসেও পরীক্ষা প্রযোজনামূলক নাটক চলাকালীন অবস্থায় লাইট ডিমারে আগুন ধরে যায়। শিক্ষার্থীদের একমাত্র ব্যবহারিক পরীক্ষামূলক থিয়েটার ল্যাব “জিয়া হায়দার স্টুডিও” অনেক আগেই ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। টিনের ছাদ নষ্ট হয়ে যাওয়ায় সেখানে সামান্য বৃষ্টিতে ছাদ দিয়ে পানি পরে।

অভিজ্ঞ টেকনিশিয়ান না থাকায় নাটকে ব্যবহৃত লাইটের সকল বৈদ্যুতিক সংযোগ মেইন সুইস থেকে লাগানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ করতে হচ্ছে শিক্ষার্থীদের। যার ফলশ্রুতিতে আমাদের এরূপ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে বারংবার। এছাড়াও বিভাগে রিহার্সাল ফ্লোর ,ওয়াশ রুম ও লোকবল সংক্রান্ত সমস্যা দীর্ঘদিন ধরেই চলছে। আমরা যেন এখানে পড়তে নই, বরং মরতে এসেছি।“

আজ মজ্ঞলবার এই ঘটনার প্রতিবাদে ও বিভাগীয় নানান সংকট নিরসনের ৭ দফা দাবী নিয়ে চবি উপাচার্যের কার্যালয়ে স্মারক লিপি জমা দেয় নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। স্মারক লিপিতে প্রধান দাবী হিসেবে তুলে ধরা হয়,
নাট্যকলা বিভাগের অধীনে ৩০০ আসন সম্বলিত থিয়েটার হল স্থাপন, জিয়া হায়দার স্টুডিও কে আধুনিক থিয়েটার ল্যাবে উন্নীতকরণ, অভিজ্ঞ টেকনিশিয়ান ও কারপেন্টার নিয়োগ, আধুনিক থিয়েট্রিক্যাল যন্ত্রপাতি ক্রয়, ওয়াশরুম সংস্করণ সহ বেশ কয়েকটি দাবী।
বেলা দুপুর ১২.০০ টায় উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সভায়, চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার শিক্ষার্থীদের দাবী সমূহকে বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন- “এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এ বিষয়ে আমরা অতি দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আমি চিফ ইঞ্জিনিয়ার কে বলেছি যাতে খুব দ্রুত ‘জিয়া হায়দার স্টুডিও’ সংস্কার কাজ শুরু করেন।
আধুনিক থিয়েটার হল বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, ‘নাট্যকলা বিভাগ’ থেকে ‘থিয়েটার হলের’ আবেদন পেলে আগামী ইউ জি সি বাজেটে আমরা সেটা পেশ করবো। তবে, সেটির বাস্তবায়ন সময় সাপেক্ষ হতে পারে। এছাড়াও তিনি শিক্ষার্থীদের সকল সমস্যার কথা জানতে চান এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন জনাব প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক কে অনতিবিলম্বে সমাধানের নির্দেশ দেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য জনাব প্রফেসর বেনু কুমার দে, রেজিস্টার(ভারপ্রাপ্ত) জনাব প্রফেসর এস এম মনিরুল হাসান, নাট্যকলা বিভাগের সিনিয়র শিক্ষক জনাব প্রফেসর ড. কুন্তল বড়ুয়া, জনাব অধ্যাপক ফারজানা আফরীন রূপা, জনাব প্রভাষক মামুনুল হক, জনাব প্রভাষক লতিফা ইয়াসমিন, জনাব প্রভাষক আরাফাতুল আলম সহ নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা।
দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করার আশ্বাস প্রদান করায় উপাচার্য মহোদয় এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ আমীরুল হক পারভেজ চৌধুরী

সম্পাদকীয় কার্যালয়ঃ
এডুএইড ৪র্থ তলা ৭৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০
ইমেইল : eduaid21@gmail.com

© কপিরাইট এডুএইড ২০২৪।   ওয়েবসাইট নির্মানেঃ Contriver IT

সর্বশেষঃ